পুঠিয়ায় বিএনপির দুই গ্রুপের পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া (রাজশাহী) : রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের পৃথক পৃথক ভাবে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে পুঠিয়া উপজলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে এবং অপরটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন পুঠিয়া উপজেলার আয়োজনে বিড়ালদহ দুলুর মাঠে পৃথক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রাপ্ত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম মন্ডল।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, পুঠিয়া-দূর্গাপুরের সাবেক সংসদ সদস্য আব্দুস সাত্তার মন্ডল, রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রোকুনজামান আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আল মামুন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনসুর রহমান মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আমিনুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেয়র আসাদুল ইসলাম আসাদ, সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল আলম খন্দকার লাল্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি এড. আব্দুস সামাদ মোল্লা, , উপজেলা যুবদলের সাবেক সভাপতি খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব।
অপর গুরুপের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠানের পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জিল্লু রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি, আহবায়ক কমিটির সদস্য ও রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী মোঃ ইসফা খায়রুল হক শিমুল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী জেলা শাখার এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, বিশেষ অতিথি রাজশাহী জেলা পরিষদের সাবেক সহ-সভাপতি প্রভাষক মোঃ আবুল হোসেন, পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য শামীম আহমেদ, দুর্গাপুর উপজেলা বিএনপির আহবাব কমিটির সদস্য খবির উদ্দিন। আলোচনা সমাবেশে নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করেন।