কচুয়ায় সমালয় প্রকল্প প্রস্তুত করণ বিষয়ে কৃষক সমাবেশ

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪; সময়: ৮:৪১ pm | 
খবর > আঞ্চলিক

মাসুদ রানা, কচুয়া : চাঁদপুরে কচুয়া উপজেলার ৫ নম্বর ইইনিয়নের প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বৃহস্পতিবার বিকালে সমালয় প্রকল্প প্রস্তুত করণ বিষয়ে কৃষকদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে কৃষক সমাবেশ অনুষ্টিত হয়েছে।

সমালয়ের সভাপতি মো: ইলিয়াছ মজুমদারের সভাপতিত্বে সমালয়ের সেক্রটারী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নং ইউনিয়ন শাখার সেক্রেটারী মাওলানা মো : সাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো: মেসবাহ উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুযা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: এমদাদ উল্যাহ, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো: ওসমান গনি মো: ফারুকুল ইসলাম, সম্ভু নাথ দাশ প্রমুখ। সমালয় প্রকল্পটি বৃহদাকারে প্রথম কচুয়াতে হতে যাচ্ছে; প্রসন্নকাপ গ্রামের উত্তর পাশের মাঠের ৭২ জন কৃষকের ৫০ একর জমিতে হবে সমালয় প্রকল্পটি।এই প্রকল্পে ব্রি- ৮৯ অথবা ব্রি- ৯২ এর যেকোন একটি জাতের ধান রোপন করা হতে পারে।

কৃষক বীজতলা তৈরিতে সমানভাবে সরকারের সাথে কাজ করবে, মধ্যবর্তী পরিচর্যা, নিড়ানি, বালাই নাশক, কীট নাশক, পানির সেচ কৃষক নিজ খরচে করবে আর সরকার বীজ, ট্রে’তে বীজতলা তৈরীতে অংশীদার, মেশিনে চারা রোপন, মেশিনে ধান কাটার ব্যবস্থা করবেন বলে জানিযেছেন কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো: মেসবাহ উদ্দিন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন