গুরুদাসপুরে বিএনপির ২ গ্রুপের পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪; সময়: ১২:৫৭ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে পৃথকভাবে দুইটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর সভার সাবেক মেয়র মশিউর রহমান বাবলু বাসার সামনে থেকে একটি র‌্যালি পৌর সভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁচকৈড় চৈইতালী হাটা মোড়ে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র মশিউর রহমান বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অথিতি গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুফি আবু সাঈদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম শেখ, সাংগঠনিক সম্পাদক ২ মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজাউদৌলা সুজন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম আহম্মেদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সাংগঠনের নেতাকর্মীরা।

অপরদিকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারের নেতৃত্বে সন্ধা সাড়ে ৬টার দিকে চাঁচকৈড় রসুন হাটা থেকে একটি র‌্যালি পৌর সভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁচকৈড় আমজাদ শেখ সৃতী গেটের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকার, উপজেলা যুবদলের আহবায়ক এম সময় হাসান, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মিলন মাহমুদসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের জন্য রেখে যাওয়া অবদানের কথা তুলে ধরেন এবং আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে দেশের পরিচালনা আবারও বিএনপি ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন