বেলকুচিতে বিপ্লবের সংহতি দিবস উপলক্ষে বিএনপির মিছিল

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪; সময়: ৬:৩৩ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চালা বাস স্ট্যান্ডে এলাকা থেকে এ মিছিলটি বের হয়ে মুকুন্দগাতি করিতালা এসেছে শেষ হয়।

এতে বিএনপি নেতা বাবলু খান, আব্দুর রাজ্জাক মন্ডল, আব্দুল মান্নান প্রিন্সিপাল, রেজাউল করিম, শফিকুল ইসলাম শফি, মোহাম্মদ আলী ভূঁইয়া সহ দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা অংশ নেন।

মিছিল থেকে আগামীতে দলেরা যেকোনো আন্দোলন সংগ্রামে সকলকে অংশ নেয়ার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান ও আগামী জাতীয় সংসদ নির্বাচন দ্রুত অনুষ্ঠানের জন্য দাবি জানানো হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন