চাঁপাইনবাবগঞ্জেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪; সময়: ৬:১৭ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

১০ নভেম্বর রোববার দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এ কর্মসূচি পালন করে।

ঘন্টা ব্যাপী চলা এ কর্মসূচিতে বক্তারা বলেন, পতিত স্বৈরাচার আওয়ামীলীগ ও তার দোসররা বিদেশে বসে অনলাইনের মাধ্যমে দেশে অরাজকতার সৃষ্টি করার যে পায়তারা করছে তা রুখে দিতে ছাত্র-জনতা সমন্বয়ে সারাদেশব্যাপী আজকে এ কর্মসূচি পালিত হচ্ছে।

তারা আরও বলেন, কোনভাবেই বাংলাদেশে আর কোন অরাজকতা সৃষ্টি করতে আওয়ামী লীগকে দেয়া হবে না। এ সময় বক্তারা গত ১৬ বছরে আওয়ামী লীগ যে গণহত্যা সহ বিভিন্ন অপকর্ম করেছে তার বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েতে বিভিন্ন স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানানো হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন