নিয়ামতপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪; সময়: ৬:৩১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর (নওগাঁ) নওগাঁর নিয়ামতপুরে আওয়ামী লীগ নেতা আজাহারুল ইসলাম বুলুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের সদস্যরা।

৯ নভেম্বর শনিবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি নিয়ামতপুর উপজেলা শ্রীমন্তপুর ইউনিয়নের পীরপুর লক্ষীতাড়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং নওগাঁ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ছিলেন আজাহারুল ইসলাম বুলু।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা ডিবি পুলিশের ওসির নির্দেশে এসআই রবিউল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর এলাকায় অভিযান চালিয়ে আজাহারুল ইসলাম বুলুকে গ্রেফতার করা হয়। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর হত্যা মামলার আসামি ছিলেন তিনি।

নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, আটককৃত ব্যক্তি হত্যা মামলার আসামী ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রহনপুর এলাকা থেকে আজাহারুল ইসলাম বুলুকে গ্রেফতার করে ডিবি পুলিশের সদস্যরা। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন