সিরাজগঞ্জের নদী দখল ও দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪; সময়: ১২:৪৭ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ শহরের ভিতর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী কাটাখালী নদী দখল ও দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকালে শহরের বড়বাজার কাটাখালী নদীর পাড়ে জাহানারা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, স্কুলের প্রধান শিক্ষক সরকার সানোয়ার হোসেন, ছাত্র সমন্বয় মেহেদী হাসান সহ সুধী সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে কাটাখালি সংস্কারের নামে বিপুল পরিমাণ অর্থ অপচয় ও লুটপাট করা হয়েছে। কাজের কাজ তেমন কিছুই হয়নি। বরং কাটাখালি দখল ও দূষণে পূর্ণতা পেয়েছে। একটি আধুনিক শহরের জন্য যা বেমানান। আমরা চাই কাটাখালি কে সুন্দর ভাবে সাজিয়ে দখল দূষণমুক্ত করে সৌন্দর্য্য বর্ধন করা হোক। অন্যথায় বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন