রণবীর-কারিনার গোপন রহস্য ফাঁস করলেন অজয়

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪; সময়: ৩:৫৮ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক : বলিউড কাঁপাচ্ছে ‘সিংহাম এগেইন’ সিনেমা। একঝাঁক তারকার মেলা বসেছে এই সিনেমায়। এতে অজয় দেবগন, রণবীর সিং, কারিনা কাপুরসহ এক ঝাঁক তারকা অভিনয় করেছেন। সেই সেটে তারকাদের কিছু গোপন তথ্য ফাঁস করলেন অজয়। তবে তা মজার ছলেই করেছেন বলেই জানা গেছে।

সিনেমার প্রচারে গিয়ে মজার ছলে অজয় দেবগন বলেন, ‘রণবীর সারা দিন সেটে বাজে বকতো। আর কারিনা কাপুর হচ্ছে গসিপ কুইন। ইন্ডাস্ট্রির সবার অন্দরমহলের খবর থাকে ওর কাছে। বিশ্বের সবার খবর আছে বেবোর কাছে। এটা কিন্তু ওর কাছ থেকে শেখার মতো বিষয়। আর সেটেই সেই পরচর্চার ঝুলি খুলে বসে বেবো।’

অজয়ের কথায় সায় দেন পরিচালক রোহিত শেট্টিও। তিনি জানালেন, ‘সিংহম এগেইন’-এর সেটে কলাকুশলী থেকে শিল্পী, সবাই একেবারে ভালো সময় কাটিয়েছেন।’

সেটে কোনো ঝামেলা হয়েছে কিনা- প্রশ্ন করা হলে রোহিতের ভাষ্য, ‘অনেক তারকাকে নিয়ে কাজ করা আসলেও খুব একটা কঠিন বিষয় নয়। কারণ সবাই আসেন শুধু কাজটা ভালো করে করবেন বলে। আমার সেটে তারকাসুলভ হাবভাব দেখিয়ে কেউ বলেননি

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন