শিবগঞ্জে অসহায়-দুস্থদের মাঝে হুইল চেয়ারসহ উপকরণ বিতরণ

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪; সময়: ১১:০৮ am | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, আরএসএস ক্ষুদ্র ঋণ, মাতৃকেন্দ্র, প্রতিবন্ধী ঋণ, সূবর্ণ নাগরিক কার্ড, প্রতিবন্ধীদের মাঝে ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব বিতরণ করেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) সৈয়দ মোস্তাক হাসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।

শেষে ভিক্ষুক পুনর্বাসনে লাইলী, রোসনারা ও জাবিদাকে ১৫টি করে হাস ও মুরগী প্রদান, দুজন প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল, এক প্রতিবন্ধী শিশুকে সূবর্ণ নাগরিক কার্ড, এক শিশুর মাকে শিশু উপকরণ, পল্লী সমাজ সেবা কার্যক্রমের আওতায় কমলাকান্তপুর, পূর্ব শ্যামপুর, দোভাগী সমাজসেবা গ্রামকে এক লাখ টাকা টাকা করে ও বালুটুঙ্গী মাতৃকেন্দ্রকে ৯৫ হাজার টাকা ক্ষুদ্র ঋণ দেয়া হয়।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন