নতুন উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : ছাত্র-জনতার অংশীদারিত্বহীন সীদ্ধান্তে নতুন উপদেষ্টা নিয়োগের প্রতিবাদ, উপদেষ্টা পরিষদ সংস্কার এবং উত্তরবঙ্গ থেকে যোগ্য উপদেষ্টা নিয়োগসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ কমিটি।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ চৌরাস্তা মোড় প্রেসক্লাবের সামনে এই সমাবেশে সমন্বয়ক যুবাইর আল ইসলাম, টিএম মুশফিক, ইয়াছির আরাফাত, সজিব সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
তারা বলেন, আন্দোলন করলাম আমরা। জীবন দিলো ছাত্ররা, আর আপনারা বসে বসে উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন। ভুলে যাবেন না, আন্দোলন এখনও শেষ হয়নি। জুলাই আন্দোলনের প্রথম শহীদ উত্তরবঙ্গ থেকে হয়েছে কিন্তু দুর্ভাগ্য উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা আমরা এখনও পাইনি।
তাই দ্রুত উপদেষ্টা পরিষদ সংস্কার করে উত্তরবঙ্গ থেকে একজন উপদেষ্টা নিয়োগের দাবি জানাচ্ছি। অন্যথায় আবারও আন্দোলন হবে। সেই আন্দোলনে যমুনা সেতু বন্ধ করে উত্তরবঙ্গকে অচল করে দেয়ারও হুশিয়ারি ছাত্র সমন্বয়করা।