রাজশাহী জেলা ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪; সময়: ৭:৪৪ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : চারঘাটে রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে কে গ্রেপ্তার করেছে। গত ১২ নভেম্বর বিকেলে তাদের গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহীর পুলিশ সুপার আনিসুজ্জামানের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল আলম এর তত্ত্বাবধানে ও ওসি ডিবি মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই মাহাবুব আলমসহ ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ নভেম্বর বিকেলে চারঘাট থানার চক মোক্তারপুর গ্রামে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে। এসময় চারঘাট চক মুক্তারপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মোঃ সাহেব আলীর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপরে ৫০ বোতল ফেনসিডিলসহ সাহেব আলী ও তৈয়ব আলীর ছেলে মোঃ মিজানুর রহমান @ আচু (৩২) কে হাতে নাতে গ্রেপ্তার করে।

এ ঘটনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট মডেল থানার মামলা নং-০৮, তাং-১১/১১/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৪(খ)/৪১ হয়। মামলাটি তদন্তাধীন রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন