চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমাণ রৌপ্য সাদৃশ্য ও সিটি গোল্ড অলংকারসহ ১ জন আটক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্ত এলাকা থেকে ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সাদৃশ্য অলংকারাদি ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকারাদি ও একটি ট্রাক সহ একজন কে আটক করেছে মহানন্দা ব্যাটেলিয়ান ৫৯ বিজিবি।
মহানন্দা ব্যাটেলিয়ান ৫৯ বিজিবির সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ন এলাকা দিয়ে বাংলাদেশী ট্রাকের মধ্যে চোরাকারবারীরা ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমান চোরাচালানী মালামাল পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পানামা পোর্ট এলাকায় ১২ নভেম্বর রাত ২ টার সময় অভিযান পরিচালনা করে বাংলাদেশী একটি ট্রাক পানামা পোর্ট হতে সোনামসজিদ গমনের সময় বিজিবি টহলদল ট্রাকটি তল্লাশী করে।
এ সময় ৫৬ বস্তা চায়না ক্লে পাউডারের মধ্যে লুকায়িত অবস্থায় ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সাদৃশ্য অলংকারাদি এবং ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকারাদি পাওয়া যায়। ঘটনাস্থল থেকে ট্রাকের চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালিয়া দিঘী গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুস শুকুর ( ৪০) কে ট্রাকসহ আটক করে।
১২ নভেম্বর মঙ্গলবার দুপুরে প্রেস কনফারেন্সের মাধ্যমে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত কারে জানান, আমদানি কারক মিসেস কাজী ট্রেডিং বাংলাবাজার পাবনা সদর, সিএনএফ হচ্ছে গালাফ ওরিয়ন সী ওয়ে এলসি স্টেশন সোনামসজিদ শিবগঞ্জ, প্রোপাইটার মো. নূর আমিন।
অবৈধ মাল পাওয়ায় আমদানি কারক ও সিএনএফ এজেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তিনি আরো বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
সোনামসজিদ শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা এস এম জাকারিয়া বলেন, সিএনএফ অবৈধ কাজের সাথে জড়িত তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।