বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক অবরোধ

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪; সময়: ১১:৪৮ am | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে।

বুধবার সকালে টঙ্গীর তারাটেক্স লিমিটেডের শ্রমিকরা গত মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেন।

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানা শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে সেনাবাহিনী সদস্যসহ আইন-শৃঙ্খলা বাহিনীরে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। ঘণ্টা ব্যাপী অবরোধে মহাসড়কটিতে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

এর আগে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক টানা ৬০ ঘণ্টা অবরোধ করেছিলেন টিএনজেড কারখানার শ্রমিকেরা। সোমবার (১১ নভেম্বর) রাতে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন