অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। বৃহস্পতিবার দুপুরে রাজাপুর বাজারে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনির নেতৃত্বে ওই কর্মসূচি পালিত হয়।
শতাধিক নেতা-কর্মীর অংশ গ্রহনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। এর ব্যতয় হলে বৃহত্তোর আন্দোলনের ডাক দেবেন বলে জানান আয়োজকরা।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। তারা আত্নগোপনে থাকায় গ্রেফতার করা যাচ্ছে না।
প্রসঙ্গত, বুধবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর বাজারে টিসিবির কার্ড বন্টনকে কেন্দ্র করে শামসুল আলম রণি গ্রুপ ও সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহিন খলিফা গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় শাহিন গ্রুপের সদস্য রুবেল নামে এক ব্যবসায়ীর বাম হাতে গুলি লেগে আহত হয়।