নওগাঁয় ডায়াবেটিস দিবস পালন

জ্যেষ্ঠ প্রতিবেদক, নওগাঁ : বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নওগাঁয় ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টা থেকে নওগাঁ ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের হলরুমে আলোচনা সভা শুরু হয়। শেষ হয় বেলা ১২ টায়।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ ডায়াবেটিক সমিতির ফাউন্ডার সদস্য শেখ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে নওগাঁ ডায়াবেটিক সমিতির সহ সভাপতি ও সাবেক এমপি শাহীন মনোয়ারা হক, সাধারন সম্পাদক আব্দুস সালাম, এ্যাডভোকেট সালাউদ্দিন মিন্টু, ডাক্তার এচাহক আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা, ডায়াবেটিস থেকে রক্ষা পেতে সুশৃঙ্খল জীবন যাপন, পরিমিত খাদ্যাভাস ও আক্রন্ত রোগীর করনীয় দিক তুলে ধরেন।
দিবসটি উপলক্ষে নওগাঁ ডায়াবেটিক সমিতির উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।