হাজতখানার ভেতর থেকেই ১৯ লাখ টাকা দিলেন আসামি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪; সময়: ৭:৩৮ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : থানার হাজতখানার ভেতরে হলুদ গেঞ্জি ও সাদা প্যান্ট পরে বসে রয়েছেন মধ্যবয়সী এক ব্যক্তি। তার পাশে মেঝেতে শুয়ে রয়েছেন আরও কয়েকজন। লোহার শিকের ফাঁক দিয়ে হাজতখানার ভেতর থেকে গুনে গুনে টাকার বান্ডিল হাতবদল করছেন মধ্যবয়সী ওই ব্যক্তি। ১ হাজার, ৫০০ ও ১০০ টাকার এসব বান্ডিল। হাজতের বাইরে থেকে সেই টাকার বান্ডিল গুনে কালো ও সাদা রঙের দুটি শপিং ব্যাগে রাখছেন আরও দু’জন। পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পোশাক পরিহিত এক পুলিশ সদস্য।

এ দৃশ্য গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার হাজতখানার। টাকা লেনদেনের ৫২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ হাতে এসেছে। সেই ভিডিওর বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, হাজতখানার ভেতর থেকে টাকা গুনে দিচ্ছেন মোশতাক মোশাররফ টুটুল। আর পুলিশের উপস্থিতিতে হাজতির কাছ থেকে টাকা নিচ্ছেন মোহাম্মদ মহিউদ্দিন ও আরিফুর রহমান খান। কীভাবে থানা হাজতের ভেতরে হাজতির কাছে লাখ লাখ টাকা পৌঁছাল– উঠেছে সেই প্রশ্ন।

জানা গেছে, থানার হাজতখানা থেকে টাকা লেনদেনের ভিডিওটি গত ২৭ অক্টোবরের। পুলিশের পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি টুটুলের ব্যবসায়ী অংশীদার মহিউদ্দিন। টুটুল যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। আর আরিফ হলেন মহিউদ্দিনের সহযোগী। টুটুল ও মহিউদ্দিনের যৌথভাবে ঠিকাদারি ব্যবসা রয়েছে। টাকার লেনদেন নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। দু’জনের বাড়িই গাজীপুরে। চাঁদাবাজির অভিযোগে ২৭ অক্টোবর একটি বাহিনী তাঁকে আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এর পরই থানা হাজতে বসে ব্যবসায়িক অংশীদারকে টাকা দিতে বাধ্য হন টুটুল।

এই ঘটনায় ৪ নভেম্বর সেনাপ্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, জিএমপি কমিশনারসহ আট সংস্থায় অভিযোগ দেন টুটুলের ফুফাতো ভাই আইনজীবী জিএম ইব্রাহিম হোসেন। তিনি জানান, গত ২৭ অক্টোবর রাতে উত্তরা আশকোনা হজক্যাম্প এলাকা থেকে তাঁর মামাতো ভাই টুটুলকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়। এমন খবর পেয়ে ইব্রাহিম থানায় গেলে ওসি কায়সার আহমেদ তাঁর পেশা সম্পর্কে জানতে চান।

আইনজীবী পরিচয় দিলে এক পুলিশ সদস্যকে ওসি বলেন, মার্কিন নাগরিক টুটুলকে গ্রেপ্তার করে থানায় দিয়েছে এবং একজন আইনজীবীকেও হাতের কাছে পেয়েছি। দুটি চাঁদাবাজি মামলা দিয়ে হাজতে রাখার নির্দেশ দেন। এর পর রাত ২টায় থানা হাজতে আটকে রাখা হয়। পুলিশ হেফাজতে থাকাকালে সকাল ৮টার দিকে টুটুলের বোন মায়া সরকারের কাছে ৭৪ লাখ টাকা দাবি করেন মহিউদ্দিন ও আরিফ। এর বিনিময়ে টুটুল ও ইব্রাহিমকে থানা থেকে ছেড়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন। টাকা না দিলে তাদের বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন। এ ছাড়া পুলিশকে দিয়ে মারধর করানোর ভয় দেখানো হয়। শেষ পর্যন্ত ১৯ লাখ টাকা দিতে সম্মত হন টুটুল ও ইব্রাহিমের স্বজনরা। পুলিশের সহায়তায় পরিবারের সদস্যরা থানা হাজতে টাকা নিয়ে যেতে বাধ্য হন। পরে সেই টাকা থানা হাজতের ভেতর থেকে টুটুল গনে অভিযুক্ত মহিউদ্দিন ও আরিফুলকে দেন।

অভিযোগে আরও বলা হয়, থানা হাজতে আটকে রেখে আদায়কৃত টাকার মধ্যে টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদকে ১ লাখ ৫০ হাজার টাকা, মামলার তদন্ত কর্মকর্তাকে ৫০ হাজার টাকা এবং অন্যরা আরও ১ লাখ ৫০ হাজার টাকা মায়া সরকারের কাছ থেকে আদায় করেন। বাকি টাকা মহিউদ্দিন ও আরিফ নিয়ে যান।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন