জয়পুরহাটে সদর উপজেলা ভূমি কার্যালয়ের অফিস সহায়ককে মারধর, থানায় মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট সদর উপজেলা ভূমি কার্যালের অফিস সহায়ক আবু তালেবকে (৫৮) সহকারী কমিশনার (ভূমি) রাজিব কুমার বিশ্বাসের কক্ষে দায়িত্বপালনের সময় তাঁকে টেনে হিঁচড়ে বাহিরে এনে প্রচন্ড মারধর করা হয়েছে। এঘটনায় আবু তালেব নিজেই বাদি হয়ে বুধবার রাতে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় দুই জন নামীয়সহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন, আলমগীর হোসেন ও ওবায়দুর রহমান ওরফে সুইট। আলমগীর হোসেন জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ওবায়দুর রহমান ওরফে সুইট জয়পুরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি। মামলার এজাহারে তাঁদের একজনের নাম আলম পিতা অজ্ঞাত সাং পুরানাপৈল, জয়পুরহাট সদর উপজেলা অন্যজনের মোঃ সুইট পিতা অজ্ঞাত সাং জয়পুরহাট সদর বলে উল্লেখ করা হয়েছে। উপজেলা ভূমি কার্যালয়ের সিসিটিভির ক্যামেরার ফুটেজে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন ও জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইটসহ অন্যদের দেখা গেছে। মুঠোফোনে যোগাযোগ করা হলে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর বলেন, আমি এ বিষয়ে কোন কথা বলব না। এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। আমরা মিটমাট করেছি। এবিষয়ে নিউজ না করতে অনুরোধ করেন তিনি। ওবায়দুর রহমান সুইটের মুঠোফোনে একাধিক বার কল করা হলে তিনি রিসিভ করেননি।
আবু তালেব মামলার এজাহারে উল্লেখ করেন, বুধবার দুপুর ১২ টা ৫৫ মিনিটের সময় সহকারী কমিশনার (ভূমি) নির্দেশে আগত লোকজনদের লাইনে দাঁড়াতে বলেছিলেন। এসময় মামলার এক নম্বর আসামি উদ্দেশ্যমুলকভাবে তাঁর পায়ে আঘাত করেন। তিনি তখন তাঁকে এমন আচরণ করতে নিষেধ করেছিলেন। এতে আসামীরা তাঁকে ধাক্কাধাক্কি করে মুল ফটকে নিয়ে যান। সেখানে তাঁকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি, লাথি মেরে মাটিতে ফেলে দেন। এতে তাঁর বুকে ও মাথায় গুরুত্বর জখম হয়েছেন। তাঁর ডাক চিৎকারে লোকজন ছুটে এসে আসামিদের কবল থেকে উদ্ধার করে। ঘটনার সময় আসামীরা পকেট থেকে দশ হাজার টাকা নিয়ে নেন। তিনি এখন জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের সিসি টিভির ক্যামেরার ফুটেজে দেখা গেছে, অফিস সহায়ক আবু তালেব এসিল্যান্ড রাজিব কুমার বিশ্বাসের কক্ষে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করে সেখান থেকে তাঁকে টেনে হিঁচড়ে বের করে বাহিরে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর অফিসের লোকজনেরা ছুটে সেখান গিয়ে থেকে তাঁকে অফিসে নিয়ে এসে এসিল্যান্ডের পাশের কক্ষে রাখেন। উত্তেজিত লোকজন আবার কক্ষের ভেতর থেকে বের করে আনার চেষ্টা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব কুমার বিশ্বাস বলেন, আমার কার্যালয়ে মিস কেসের শুনানি চলছিল। অফিস সহায়ক আবু তালেব আমার দরজার সামনে তাঁর দায়িত্ব পালন করছিলেন। ২৮ নম্বর মিস কেসের বাদি লায়লা নারগিছ বানুর পক্ষে ওবায়দুর রহমান সুইট হাজিরা দেন। দুপুর ১২ টা ৫৭ মিনিটের দিকে আমার কক্ষের সামনে থেকে অফিস সহায়ক আবু তালেবকে টেনে হিঁচড়ে বাহিরে নিয়ে যায়। সেখানে আবু তালেবকে মারধর করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। এঘটনায় আবু তালেব থানায় মামলা করেছেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।