গুরুদাসপুরে দিনব্যাপী ডে ক্যাম্প ও মহাতাবু জলসা

এসএম ইসাহক আলী রাজু গুরুদাসপুর (নাটোর) : গার্ল গাইডস করবো, বৈষম্যহীন বাংলাদেশ গড়বো” এই স্লোগানকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে দিনব্যাপী ডে ক্যাম্প ও মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গুরুদাসপুর উপজেলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের আয়োজনে নাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ডে ক্যাম্প ও মহাতাবু জলসা অনুষ্ঠানে উপজেলার মোট ২৫টি বিদ্যালয়ের ৫০০জন গাইডরা অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি নবাগত নাটোর জেলা প্রশাসক মিজ আসমা শাহীন, বিশেষ অতিথি রাজশাহী আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনীরা, গুরুদাসপুর উপজেলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের স্থানীয় কমিশনার নিগার সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন, বাংলাদেশ স্কাউটস গুরুদাসপুর উপজেলার সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ আহাম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান করেন উপজেলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের স্থানীয় কমিশনার নিগার সুলতানা।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন গুরুদাসপুর উপজেলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের স্থানীয় কমিশনার নিগার সুলতানা। সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বিকালে মহাতাবু জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয় ‘ডে ক্যাম্প।’ ডে ক্যাম্পের কর্মসৃচি আগমন,রেজিষ্ঠেশন, নাস্থা পতাকা উত্তোলন, দল ভাগ, তাবু সাজানো, ফায়ার সির্ভিস/ডাক্তার সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, তাবু জলসা, একক ও দলীয় সংগীত ও নৃত্য পরিবেশনা এবং দিনব্যাপী শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ, শিক্ষামূলক আলোচনা।