সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে পুলিশে দিল জনতা

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪; সময়: ১২:০৬ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপুকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার কেরানীগঞ্জের বীর বাঘৈর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি জানান, গোলাম কিবরিয়া টিপুর বীর বাঘৈর এলাকায় নিজের একটি বাড়ি রয়েছে। সেখানে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিপুকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়ে যায়। তবে, তার নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কোনো মামলা নেই।

থানায় সাবেক এ সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি মাজহারুল ইসলাম।

গোলাম কিবরিয়া টিপু জাতীয় পার্টির হয়ে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন