মহাদেবপুরে অসহায় রোগীকে রক্ত দান করলেন ইউএনও

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪; সময়: ৭:৫৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর (নওগাঁ) : নওগাঁর মহাদেবপুরে সরকারি হাসপাতালে ভর্তি এক অসহায় রোগীকে স্বেচ্ছায় রক্ত দান করে দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।

জানা যায়, রক্তশূণ্যতা নিয়ে গত বৃহস্পতিবার মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন উপজেলার মহিনগর গ্রামের ময়েন উদ্দীনের স্ত্রী অসহায় জিন্নাতুন নেছা। জরুরি ভিত্তিতে অসহায় জিন্নাতুন নেছার রক্তের প্রয়োজনের খবর পান উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। রক্তের গ্রুপের মিল থাকায় মানবিক এ অফিসার ছুটে যান মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে রোগীর খোঁজ খবর নেয়ার পর তাকে স্বেচ্ছায় রক্ত দান করেন তিনি।

স্থানীয়রা ইউএনওর এমন মানবিক কাজের প্রশংসা করে বলেন, এ উপজেলায় দায়িত্ব গ্রহণের পর থেকে এভাবেই তিনি সাধারণ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তাঁর সততা, ন্যায়নিষ্ঠা ও ধর্মীয় মানসিকতা এলাকার সাধারণ মানুষকে প্রচন্ডভাবে আকৃষ্ট করছে। অতি অল্প সময়েই তিনি মহাদেবপুরবাসীর মন জয় করে নিয়েছেন বলেও জানান তারা।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন