কচুয়ায় ধুলাবালি ও কালো ধোঁয়ায় অতিষ্ঠ জীবন

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪; সময়: ৮:০৬ pm | 
খবর > আঞ্চলিক

মাসুদ রানা, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় সড়কের সংস্কারের কাজের কালো ধোঁয়া ও রাস্তার ধুলাবালিতে যেন পরিণত হয়েছে বায়ুদূষণের । যানবাহন আর কালো ধোঁয়ার পাশাপাশি ধুলাদূষণে অতিষ্ঠ জনজীবন। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে দূষণযুক্ত ধুলাবালু ফুসফুসে ঢুকে শ্বাসকষ্ট, হাঁপানি, যক্ষ্মা, ক্যানসারসহ নানা জটিল রোগ সৃষ্টি করছে।

কচুয়া-সাচার সড়কের দোয়াটি এলাকায় সড়ক নির্মাণের মালামাল আশপাশের স্থানে স্তূপ করে রাখা হয়েছে পাথর ও বালু। এ ছাড়া রাস্তার পাশে খোঁড়াখুঁড়ি হয়েছে। এতে করে এই এলাকা দিয়ে এখন দিনরাত যানবাহন চলাচলের সময় ধোঁয়ার মতো বালু উড়ছে। ধুলায় ধুলায় সড়কের যাত্রী ও এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। হাজারো শিক্ষার্থীসহ পথচারীদের ধুলাবালির মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে।

পথচারী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় মাস খানেক সময় ধরে কচুয়া-সাচার সড়কের বিভিন্ন এলাকায় সওজের উদ্যোগে ভূঁইয়ারা-বক্সগঞ্জ রাস্তা নির্মানের কাজ করা হচ্ছে। এই সড়কের নির্মানের কারণে প্রতিনিয়ত কালো ধোঁয়া বেরিয়ে আসছে। এছাড়া রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছে নির্মাণকাজে ব্যবহারের জন্য পাথর ও বালু। এই সড়কটি অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়ক দিয়ে কচুয়া,সাচার,হাজীগঞ্জ,নোয়াখালী,লক্ষীপুর,গৌরিপুর,ঢাকা বিভিন্ন এলাকার যানবাহন চলাচলে করে। বিশেষ করে উপজেলার সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানে আসা যাওয়া করতে হয় এ সড়ক দিয়ে। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। সড়ক নির্মাণের স্থান থেকে প্রচুর ধুলাবালি উড়ছে। ধুলায় ধুলায় অতিষ্ঠ হয়ে পড়ছেন পথচারী ও এলাকাবাসী।

সরেজমিন গিয়ে ঘুরে দেখা গেছে, যানবাহন চলাচলের সময় ধোঁয়ার মতো বালুতে আচ্ছন্ন হয়ে পড়ছে এলাকা। একসঙ্গে অনেক গুলো গাড়ি যখন স্থান অতিক্রম করছে, ধুলা কুয়াশার মতো গাঢ় হয়ে উড়তে থাকে। নাকে কাড়প দিয়ে হাটছেন পথচারীরা। শিক্ষার্থী, পথচারীদের অনেকেই নাক বন্ধ করে স্থানটি অতিক্রম করছেন। এখানে ধুলা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। কিন্তু অসংখ্য গাড়ি চলাচল করায় কিছু সময়ের মধ্যেই স্থানটি আবার ধুলায় একাকার হয়ে যাচ্ছে।

এদিকে স্থানীয় ইটভাটা মালিক এবং কতিপয় ঠিকাদার মাটি ও বালি পরিবহনের সময় যানবাহনগুলোতে ঢাকনা ব্যবহার না করা এবং পেছনের ডালা খুলে রাখার ফলে যানবাহন থেকে মাটি ও বালি রাস্তায় পড়ে থাকায় বর্ষা মৌসুমে কাদা এবং খরা মৌসুমে ধুলাবালিতে সয়লাব হচ্ছে রাস্তা। এর ফলে এসব ধুলাবালি বাতাসে মিশে বায়ুদূষণ হচ্ছে আর বায়ুদূষণে বিভিন্ন সংক্রান্ত রোগ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

সড়ক নির্মান কাজের দায়িত্বরত সাব-ঠিকাদার হেদায়েত উল্যাহ জানান, রাষ্ট্রীয় কাজে সড়ক নির্মানের কাজ চলছে। তবে কাজ করতে গিয়ে মেশিনের কালো ধোঁয়া বের হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে ভূঁইয়ারা-বক্সগঞ্জ সড়কের কাজ শেষ হবে।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোলজী বিভাগের সহকারী রেজিস্টার ডা. এম.এ তাহের নয়ন বলেন, বায়ু দূষণের ফলে মানবদেহে শ্বাসতন্ত্রে সমস্যা, এলার্জি, কাশি, হাঁপানি, উচ্চ রক্তচাপ, মাথাব্যথা, ফুসফুসে ক্যান্সারসহ এ সংক্রান্ত রোগ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তাই রাস্তায় বের হওয়ার সময় মুখে মাস্ক,মাথায় টুপি ব্যবহার করা জরুরী। বিশেষ করে ধুলাবালির কারনে আমাদের অনেক সমস্যা হয়। তাই সবাইকে ধুলাবালি ও ধোঁয়া থেকে রক্ষায় সচেতন থাকতে আহ্বান জানান তিনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন