বন্ধ চিনিকল সমুহ চালুর চেষ্টা করছি : শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪; সময়: ৮:৩১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর) : শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আমারা বন্ধ চিনিকল সমুহ চালু করার চেষ্টা করছি। এলক্ষ্যে আমরা একটি কমিটি করার উদ্যোগ নিয়েছি যে কমিটি চিনি শিল্পের সমস্যা গুলো চিহ্নিত করতে পারবে। তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যে চিনি শিল্পের জন্য ১শ কোটি টাকা বরাদ্দ দিয়েছি। আপনাদের সকলের সহযোগীতা পেলে চিনি শিল্প আবার ঘুরে দাঁড়াবে।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শুক্রবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের ৯২ তম আখ মাড়াই (২০২৪-২৫) মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব দানকালে এসব কথা বলেন। কবে নাগাদ বন্ধ চিনিকল চালু হতে পারে এ প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা বলেন, এই মুহুর্তে বলা যাচ্ছে না। তবে তা অপনারা জানতে পারবেন।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান গ্রেড-১) ড. লিপিকা ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্ল্যা, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মারুফ হুসাইন, মিলের সিবিএ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান।

চলতি ২০২৪-২০২৫ আখ মাড়াই মৌসুমে নর্থ বেঙ্গল সুগার মিলে ১২০ কার্য দিবসে ২ লক্ষ মে.টন আখ মাড়াই করে ১৫ হাজার মে.টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭.৫ শতাংশ। উল্লেখ্য দেশের ১৫টি চিনিকল ক্রমাগত লোকসানের কারণে বন্ধ বন্ধ রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন