ডাকাতির সময়ে তুলে নেওয়া আট মাসের শিশু উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪; সময়: ১০:৩৬ am | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক :  ঢাকার আজিমপুরের একটি বাসায় ডাকাতির সময় তুলে নেওয়া হয়েছিল আট মাসের একটি শিশুকে। তবে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করেছে র‌্যাব। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে একজন অপহরণকারীকেও। শিশুটি উদ্ধারের পর মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার সকালে র‌্যাবের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, শুক্রবার মধ্যরাতে মোহাম্মদপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে দুপুরে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ডাকাতির পর শিশুকে নিতে যায় ডাকাতরা। এসময় লুট করা হয় নগদ টাকা ও স্বর্ণ।

শিশুটির মা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে আজিমপুরের ওই বাসায় একদিন আগেই উঠেছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন