নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪; সময়: ২:০৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা : নাটোরের নলডাঙ্গা হাটে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা থানা পুলিশ সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলামসহ প্রমূখ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযানে নলডাঙ্গা হাটের মুদি দোকানদার আবু বক্কর সিদ্দিক ও জাকির হোসেনের মূল্য তালিকা না থাকায় তিনশত করে দুই দোকানে মোট ছয়শত টাকা জরিমানা করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন