বড়াইগ্রামে নারী উদ্যোক্তা মেলা

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪; সময়: ৩:২৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে নারী উদ্যোক্তাদের ব্যবসা ক্ষেত্র বিস্তারের লক্ষ্যে “নারীর অগ্রযাত্রায় অনন্যা” প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপি নারী উদ্যোক্তা মেলা করা হয়েছে। একই সাথে নারীদের কর্মসংস্থান মূলক প্রতিষ্ঠান সেলাই প্লাস এর উদ্বোধন করা হয়। মেলায় উদ্যোক্তা নারীদের পাঁচটি প্রদর্শনী ও বিক্রয় ষ্টল দেওয়া হয়েছে।

বনপাড়া মাদরাসা মার্কেটের তৃতীয় তলায় সেলাই প্লাস কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তৃতা করেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসরাম, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, উপজেলা আইসিটি অফিসার আব্দুর রহমান আনছারী, মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসেন, শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ। মেলায় অর্ধশতাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস উদ্যোক্তাদের এ ধরণের উদ্যোগ গ্রহণ করায় ধন্যবাদ জানিয়ে সব ধরণের প্রশাসনিক সহায়তার প্রতিশ্রুতি দেন। রাজনৈতিক ভাবে যেকোন বিশৃংখলা রোধে সহায়তার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতা অধ্যাপক লুৎফর রহমান ও জামায়াত নেতা আব্দুল হাকিম।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন