পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪; সময়: ৪:৩০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে মমতাজ ও হাশেম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছে৷ নিহতের নাম জালাল উদ্দিন (৩৮)৷ এতে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো কয়েকজন৷ তাদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে৷

শনিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের মানসিক হাসপাতাল সংলগ্ন বেতেপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় উভয়ই দেশীয় অস্ত্র ব্যবহার করে৷ নিহত জালাল হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়ার শকর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুন্তাজ আলীর সাথে এলাকার প্রভাবশালী আবুল হাসেম গ্রুপের বিরোধ চলছিল। শুক্রবার রাতে ওই এলাকার ইসলামী জলসা নিয়ে বাকবিতন্ডা হয় তাদের মধ্যে। সেই সূত্রে ধরে সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়৷ এ সময় কয়েকজন আহত হোন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আবুল হাসেমের কর্মী জালালের অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর ১টার দিকে সে মারা যায়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে মুন্তাজ গ্রুপ ও হাসেম গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটেছে। রাজশাহী নেয়ার পথে জালালের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন