নওগাঁয় ৫ মাদক কারবারির জেল-জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর বদলগাছীতে মাদক কারবারির সাথে যুক্ত থাকায় একই পরিবারের ৩ জনসহ মোট পাঁচ জনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা, কারাদন্ড ও অর্থদন্ডাদেশ দেয়া হয়েছে।
নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শাহীন শওকত জানান, বুধবার বিকেলে বদলগাছী উপজেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
অভিযানকালে ১৫ বোতল তরল মাদকদ্রব্যসহ দ্বীপগঞ্জ গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ মন্ডল তার স্ত্রী ফেন্সি বেগম ও তাদের ছেলে সজিব মন্ডলকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলার হলুদ বিহার এলাকা থেকে মাদক সেবনের দায়ে নজরুল ইসলাম, ও আনিসুর সরদার নামে দুই ব্যাক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ মাস ও ৬ মাস করে কারাদন্ড ও ২০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
মাদক নিমূলে এধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে জানিয়েছেন কর্মকর্তারা।