সিরাজগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪; সময়: ২:২০ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে সিরাজগঞ্জে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গত ১৪ নভেম্বর থেকে ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনাসহ নানা বিষয় নিয়ে মতবিনিময়ের অংশ হিসেবে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ ও ইসলামিয়া সরকারি কলেজ চত্ত্বরে এ সভায় জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নাজুমুদ্দিন নিজাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিয়ান হাসনান সজীব, মাইনুল উদ্দিন জিসান, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আওয়ামী লীগ আর বিএনপির রাজনীতির পার্থক্য বোঝাতে আমরা আপনাদের দোরগোড়ায় এসেছি। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের ইতিহাসের সবাই জানে।

তাদের একতন্ত্রী স্বৈরাচারী স্বভাব আর বিএনপির পরিকল্পনা তথা তারেক রহমানকে ৩১ দফাকে আমরা আপনাদের সবাইকে জানাচ্ছি। আপনারা দুই দলের পার্থক্য বুঝে আপনাদের মূল্যবান ভোট আপনাদের ইচ্ছামতো দিবেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন