কচুয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪; সময়: ৩:৪৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমের কৃষি পূর্নবাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ১১ হাজার ৮শ কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এসব বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওসমান গনির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম,ওসি তদন্ত জিয়াউল হক ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম প্রমুখ। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুকুল ইসলাম,ফরহাদ হোসেন,কুলছুমা আক্তার,মানছুরা সহ অন্যান্য কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন