এনায়েতপুরে যমুনার ভাঙ্গন রোধে কাজের অগ্রগতি নিয়ে মতবিনিময়

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪; সময়: ৪:৩৩ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুরে থানার ব্রাক্ষ্মণগ্রামে যমুনার ভাঙ্গন রোধে ৬৪৭ কোটি টাকার কাজের অগ্রগতি নিয়ে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে স্থানীয় খুকণী ও জালালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার চেয়ারম্যান ড. এম এ মুহিত।

এ সময় শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারন সম্পাদক মোঃ আরিফুজ্জামান, এনায়েতপুর থানা বিএনপির যুগ্ন আহবায়ক রওশন আলী মন্টু, গোলাম হোসেন গোলাপ, সালেহ আহমেদ জামিল, অ্যাডভোকেট দুলাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিয়ার ইমন, প্রমুখ বক্তব্য রাখেন।

ড. এম এ মুহিত বলেন, এনায়েতপুর থেকে শাহজাদপুরের মনাকষা পর্যন্ত ৬৪৭ কোটি টাকার কাজের ৪ বছরে তেমন অগ্রগতী না থাকায় হাজার ঘরবাড়ি নদীতে হারিয়েছে মানুষ। কাজের ঠিকাদার আওয়ামীলীগের অনুসারীরা শুধু লুটপাট করে গেছে। মেয়াদ শেষে কাজের কাজ কিছুই হয়নি। আমরা আর নদী ভাঙ্গা মানুষের কান্না শুনতে চাইনা।

আগামী বন্যার আগেই কাজের সমাপ্তি দেখতে চাই। তিনি বলেন, আওয়ামীলীগ সব লুট করে পালিয়েছে। আর আমরা দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও মানুষের জন্য কাজ করতে চাই। এজন্য দলের কেউ বিপরীতে ও অন্যায়ে যুক্ত হলে তাকেও শাস্তির আওতায় আনা হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন