শিবগঞ্জে উত্তম মাছচাষ শীর্ষক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শাহবাজপুর একতা মৎস্য সমিতির সদস্যদের সঙ্গে উত্তম মাছচাষ অনুশীলন বিষয়ক মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মুসলিমপুর নার্সারি পুকুরপাড়ে এ মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরান। এ সময় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মাছচাষীরা উপস্থিত ছিলেন সভায় পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উত্তম মৎস্য চাষ ব্যবস্থাপনার উপর গুরুতারোপ করা হয়। একই সঙ্গে মাছচাষীদের বিভিন্ন সমস্যা সমাধানে আশ্বাস দেন বক্তারা।