রাজশাহীর হরিয়ানে শ্রমীকদের অধিকার আদায়ে শ্রমীক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য’ এই প্রতিপাদ্যকে সামনে রাজশাহীর হরিয়ানে শ্রমীক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধায় রাজশাহী সুগার মিলের গ্রীন রুমে বাংলাদেশ শ্রমীক কল্যাণ ফেডারেশন হরিয়ান চিনিকল শাখার আয়োজনে এই সমাবেশ হয়।
সমাবেশে শ্রমীক কল্যাণ ফেডারেশন চিনিকল শাখার সভাপতি আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইয়াজ উদ্দিন মন্ডল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, শ্রমীক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে সুগার মিলের শতশত শ্রমীক অংশ নেন। এসময় তাঁরা মাসের পর মাস তাদের বেতন-ভাতা বাকি ও কাজের সুন্দর পরিবেশ তৈরির ব্যাপারে শ্রমীক নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।
পরে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রমিক এমন একটি শব্দ যার সাথে একটি দেশের অর্থনীতির চাকা সচল থাকা অথবা না থাকার বিষয় নির্ভর করে। অথচ সবসময় এই দেশে শ্রমীকদের তাদের অধিকার দেওয়া হয় না। তাদের শ্বসন করে সরকার ও মালিকরা হাজার হাজার কোটি টাকার মালিক হন।
তিনি আরও বলেন, যদি বাংলাদেশে একটি সপ্তাহ শ্রমীকরা ধর্মঘটে যায় তাহলে হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে। শ্রমীকরা তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় প্রতিষ্ঠানে ব্যায় করেন অথচ তারা যখন অবসরে যান তখন তাদের খালি হাতে যেতে হয়। এটা অত্যন্ত দুঃখজনক।
বাংলাদেশে ইসলামী অর্থনীতি ব্যবস্থা, সমাজ ব্যবস্থা চালু হলে গরীব খুঁজে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুস সামাদ বলেন, দেশের অর্থ খরচ করে বাইরে থেকে চিনি আমদানি না করে শ্রমীকদের শ্রমের বিনিময়ে পর্যাপ্ত আখ চাষ করে চিনির চাহিদা মেটানো সম্ভব। কিন্তু বিগত সরকার নিজেদের আখের গোছানোর জন্য চিনি রপ্তানি করতো। তাঁরা এই খ্যাতিকে একেবারে ধংস করে দিয়েছে। তিনি সকল শ্রমীকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ে সোচ্চার হবার পরামর্শ দেন।
এসময় তিনি শ্রমীকদের ভাতার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়ে বলেন, সরকার যদি মনে করেন শ্রমীকদের ২০ হাজার টাকা করে ভাতা দেবন তাহলে সবাই ভালো অবস্থানে থাকবে। কিন্তু সরকার এমন উদ্যোগ কখনো নেয়না। আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাচ্ছি শ্রমীকদের ভাতার ব্যবস্থা যেনো করা হয়।
সমাবেশে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, জামায়াতের কাটাখালী শাখার আমীর অধ্যাপক জালাল উদ্দিন, হরিয়ান চিনিকল সিবিএ’র সভাপতি মাসুদ রানা, শ্রমীক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর সেক্রেটারি আব্দুল মালেকসহ অন্যান্যরা।