সিইসিসহ নয়া কমিশনাররা শপথ নেবেন রোববার

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪; সময়: ৩:২৬ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : নতুন নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও চার নির্বাচন কমিশনার শপথ নেবেন আগামী রোববার (২৪ নভেম্বর)। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুর দেড়টায় নতুন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

সিইসি এ এম এম নাসির উদ্দীন ছাড়াও নতুন কমিশনে আছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আউয়াল কমিশন। আড়াই মাসের মাথায় গতকাল পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন