রাণীনগরে মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪; সময়: ৭:৩০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে গাঁজাসহ ফেরদৌস প্রামানিক (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফেরদৌসের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান,মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধনপাড়া মোল্লা পাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ফেরদৌস প্রামানিকের বাড়ী থেকে ৯৫গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক ফেরদৌসের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন