আগামী বাংলাদেশের ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থী বান্ধব: কেন্দ্রীয় ছাত্রদল

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪; সময়: ৬:১৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক : আগামীতে বাংলাদেশের ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থী বান্ধব । ‘ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে তাদের কর্মকাণ্ডের জন্য। তারা যেন মাথা চারা দিয়ে না উঠতে পারে সেইজন্য ছাত্রদলের নেতাকর্মীরা সোচ্চার রয়েছে। আগামীতে দেশের প্রতিটা স্কুল কলেজে সুন্দর শৃঙ্খলা রাজনীতি দেখবে বাংলাদেশের মানুষ। সাধারণ শিক্ষার্থীরা যেভাবে রাজনীতি করতে চায় সেইভাবেই ছাত্রদলে রাজনীতি হবে। পাবনার ঈশ্বরদীতে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজ, ঈশ্বরদী সরকারি কলেজ এবং ঈশ্বরদী মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তারা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ মাহমুদুল হাসান, এম কে ফরিয়াদ, ঈশ্বরদী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক আবির হোসেন, রাকিবুল ইসলাম প্রমুখ।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন