নওগাঁয় ইয়াবাসহ চিহ্নিত মাদক বিক্রেতা গ্রেফতার
প্রকাশিত:
নভেম্বর ২৭, ২০২৪; সময়: ৪:৫৮ pm | 
খবর > আঞ্চলিক

জেষ্ঠ্য প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় ইয়াবা ট্যাবলেটসহ সুলতান মাহমুদ নামে এক চিহ্নিত মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক শাহীন শওকত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের হাজীপাড়া এলাকায় অভিযান গেলে সুলতান মাহমুদ মাদকসহ হাতেনাতে ধরাপরে। গ্রেফতারের সময় তার কাছে লুকিয়ে রাখা ১৩ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
তিনি বলেন, সুলতান মাহমুদ পার নওগাঁ মহল্লার বাসিন্দা এবং চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে একাধিক মাদক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারের ওইদিন সন্ধ্যায় নওগাঁ সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে আবারো তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।