সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের সহায়তা প্রদান

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪; সময়: ২:৩২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকেলে স্থানীয় ইসলামীয়া উচ্চ বিদ্যালয় চত্ত্বরে রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম ও জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ডক্টর এম এ মুহিতের আর্থিক সহায়তায় থানার ৩ জন নিহতের পরিবারে ১ লাখ টাকা করে ও ৪০ জন আহতদের ১০ হাজার টাকা করে এই সহায়তা প্রদান করা হয়।

এসময় এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক রওশন আলী মন্টুর সভাপতিতে আমিরুল ইসলাম খান আলিম প্রধান অতিথি ও শাহজাদপুর উপজেলা বিএনপি’র সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান, বেলকুচি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বনি আমিন, এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মনজুর রহমান মঞ্জু শিকদার, আল মামুন, প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নিজেদের তাজা রক্ত বিলিয়ে দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করেছেন ২৪ এর সূর্য সন্তানেরা। নীতি নৈতিকতা ও দেশপ্রেমে সকলে এক হয়ে কাজ করলেই কেবল তাদের আত্মার শান্তি পাবে। কেউ দেশে লুটপাট ও অরাজকতা করবেন না।

তাহলে আওয়ামী লীগের মতো পালিয়ে যেতে হবে। আমরা মানুষের ঘৃণার পাত্র হতে চাই না। সকলে মিলে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। এ লক্ষ্যে কাজ করলেই শহীদদের রক্তের ঋণ কিছুটা শোধ হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন