গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের দাবীতে মহাদেবপুরে বাসদের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪; সময়: ৯:৩১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর (নওগাঁ) : গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে নওগাঁর মহাদেবপুরে সমাবেশ ও লাল পতাকা মিছিল বের করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ।

গতকাল শনিবার বিকেলে মহাদেবপুর বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদের মহাদেবপুর উপজেলা কমিটির আহবায়ক কালিপদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদের নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, জেলা বাসদের সদস্য শাহিন চৌধুরী, বিষ্ণুপদ সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা মিজানুর রহমান প্রমুখ। বক্তারা গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবী জানান।

এর আগে লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে সমাবেশস্থলে এসে সমবেত হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন