সুবিধাবঞ্চিত কিশোরীদের সৃজনশীল প্রদর্শনী

পদ্মাটাইমস ডেস্ক : শিল্প যে কেবল সৃজনশীলতার প্রকাশ নয়, বরং সমাজ পরিবর্তনের হাতিয়ার হতে পারে, তা প্রমাণ করছে কিছু শিশু শিল্পীর উদ্যোগ। তারা অসমতা, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং প্রচলিত সামাজিক প্রথা ও মানসিকতার পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে তাদের সূক্ষ্ম পর্যবেক্ষণগুলো শৈল্পিকভাবে তুলে ধরেছে।
এই প্রেক্ষাপটে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এবং অ্যালায়েন্স ফ্রাঁসেজ ডি ঢাকা আয়োজন করেছে ‘আর্টিভিজম’ শীর্ষক একটি প্রদর্শনী। ১৬ দিনের অ্যাক্টিভিজম উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীতে মেয়েরা তাদের নিজস্ব আদর্শ তৈরি করে সমাজে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখছে।
প্রদর্শনীতে ১২ জন সুবিধাবঞ্চিত কিশোরী মেয়ের সৃজনশীল কাজ উপস্থাপিত হয়েছে। তাদের শিল্পকর্মে ফুটে উঠেছে সমতা, অন্তর্ভুক্তি, সুযোগ এবং সুরক্ষার প্রতি দৃঢ় অঙ্গীকার। তারা এই বার্তা দিয়েছে যে, এ বিষয়ে কোনও ছাড় দেওয়া হবে না এবং সমাজ পরিবর্তনের জন্য সমাধান খুঁজে বের করাই অগ্রগতির চাবিকাঠি।
প্রদর্শনীর জন্য কিশোরী মেয়েদের (১৩-১৮ বছর) দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দিতে সহায়তা করেছেন শিল্পী সারাহ জাবিন। সব মিলিয়ে ২৪টি ক্যানভাসে কল-টু-অ্যাকশন পিস তৈরি করা হয়েছে।
রাজধানীর ধানমন্ডির অ্যালায়েন্স ফ্রাঁসেজ ডি ঢাকায় শনিবার শুরু হওয়া এই প্রদর্শনী ৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীর উদ্বোধন করেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক মইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও মানবিক ও উন্নয়ন সহায়তার সমন্বয়কারী মাটিল্ডা সভ্যান্সন এবং সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত।