অবৈধভাবে প্রশাসক নিয়োগের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪; সময়: ২:৪৩ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : অবৈধভাবে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রতিবাদে ও নিয়োগ বাতিল করে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব প্রদানের দাবীতে সিরাজগঞ্জের রায়গঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালিত হয়। বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে রায়গঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান পুরুষ ও নারী মেম্বরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ নাগরিকগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তরা অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের কাজে দক্ষতা নেই সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপজেলার ৬টি ইউনিয়নের প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। অদক্ষ এই সব কর্মকর্তাদের কারণে নাগরিকরা কাংখিত সেবা না পেয়ে হয়রানির শিকার হবে।

ফলে অবৈধ এই নিয়োগ বাতিল করে অবিলম্বে নির্বাচিত সাবেক প্যানেল চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে অথবা প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগের দাবী জানান তারা।

মানববন্ধন শেষে উপজেলা নিরবাহি কর্মকতা হুমায়ুন কবিরের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন