৩য় টার্মিনালের ব্যবস্থাপনা ও সেবা নিয়ে আশঙ্কা প্রকাশ

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪; সময়: ৩:৩৪ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন তৈরী করা তৃতীয় টার্মিনালের যথাযথ ব্যবস্থাপনা ও সেবা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাই তড়িঘরি খুলে না দিয়ে যাত্রী সেবার মান যথাযথভাবে নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

সোমবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম আয়োজিত গোল টেবিল বৈঠকে যাত্রী সেবা নিয়ে আশংকার কথা বলেন তারা।

বৈঠকে বিমানবন্দরের প্রবেশমুখসহ আশপাশের এলাকার ট্রাফিক ব্যবস্থাপনার চিত্র তুলে ধরে বলা হয়, অপরিকল্পিত ভবন নির্মান, অপ্রয়োজনীয় যায়গা বরাদ্দ দেয়ায় যানজট সমস্যা আরো বাড়বে।

নতুন টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিয়ে আশঙ্কার কথা জানিয়ে বলা হয়, প্রতিযোগিতা ভিত্তিক না হয়ে শুধুমাত্র রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমানকে দিয়ে যথাযথ সেবা নিশ্চিত করা যাবে না। এ ছাড়াও কার্গো ব্যবস্থাপনার ভয়াবহ চিত্রও উঠে আসে গোলটেবিল আলোচনায়।

এ সময় বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা হাসান আরিফ জানান, থার্ড টার্মিনাল চালু হতে কমপক্ষে আরও এক বছর লাগবে, নির্মাণে অস্বাভাবিক বেশি ব্যয় কেনো হয়েছে সেটা তদন্ত করা হবে বলে জানান তিনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন