কড়াইলে মজা করি ডিজাইন উৎসব

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪; সময়: ১২:২৩ pm | 
খবর > শিল্প-সাহিত্য

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর মহাখালীর কড়াইল, যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ একত্রিত হয়েছেন। এবার সেখানে আয়োজন করা হয়েছে এক বিশেষ উৎসব ‘মজা করি ডিজাইন উৎসব ২০২৪’। এটি শুধু একটি উৎসব নয়, বরং কড়াইলের সংস্কৃতি ও দক্ষতার বিকাশের এক নতুন অধ্যায়ের সূচনা।

কড়াইলের মানুষের সক্রিয় অংশগ্রহণে গড়ে তোলা হয়েছে সাংস্কৃতিক কেন্দ্র ‘মাচান’। যা শুধু বিনোদনের জায়গা নয়, বরং দক্ষতা উন্নয়ন ও সংস্কৃতির আদান-প্রদানের একটি হাব।

‘মাচান’-এর উদ্বোধন উপলক্ষে আগামী ৬, ৭ এবং ১৩, ১৪ ডিসেম্বর আয়োজিত হচ্ছে চার দিনব্যাপী ‘মজা করি’ উৎসব। যেখানে থাকবে ৫০ জন শিল্পীর চিত্রকর্ম প্রদর্শনী, ইনস্টলেশন, স্ক্রিনিং, ৫টি আলোচনা সভা ও ৫টি সাংস্কৃতিক অনুষ্ঠান, আবর্জনা থেকে পণ্য তৈরি, প্রাকৃতিক রঙ দিয়ে কাজ, ভাস্কর্য নির্মাণসহ নানা কর্মশালা, সঙ্গীত পরিবেশনায় থাকছে বেতাল, ঘাসফড়িং কয়ার, স্বয়ম্ভু, কড়াইলবাসী এবং দর্শকদের জন্য বিভিন্ন খেলা ও প্রতিযোগিতা।

উৎসবের অংশ হিসেবে আয়োজিত হয়েছে একটি ডিজাইন প্রতিযোগিতা, যেখানে ১০০ জন স্থাপত্যকলার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতার উপপাদ্য ছিল ভবিষ্যতের ঢাকা বা কড়াইলের ল্যান্ডস্কেপ। সেরা তিনজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে এবং তাদের কাজসহ প্রতিযোগিতার সবগুলো প্রজেক্ট প্রদর্শিত হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন