আইনজীবী আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে গুরুদাসপুরে বিক্ষোভ

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪; সময়: ১০:৩৮ am | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা, মসজিদ ভাংচুর, কুরআন শরীফ পোরানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং প্ল্যাকার্ড বহন করেন।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে গুরুদাসপুর উপজেলা শাখা হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আয়োজনে চাঁচকৈড় আমজাদ শেখ সৃতী গেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাঁচকৈড় আমজাদ শেখ সৃতী গেট মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি বিশিষ্ঠ আলেম দ্বীঃ মাওলানা আজগর আলী, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুল আহাদ সাহেব, প্রচার সম্পাদক হঃ মাওলানা মাহদী হাসান, খেলাফত মজলিস নাটোর জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা জামিল আহমাদ, সহসাংগঠনিক সম্পাদক মকলেসুর রহমান, গুরুদাসপুর উপজেলা হেফাজত নেতা হঃ মাওলানা ইয়াসিন নোমানী, গুরুদাসপুর উপজেলা ইসলামী আন্দলন সাধারন সম্পাদক হঃ মাওলানা ওমর ফারুক, হেফাজত নেতা মাওলানা ফরিদুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসনবিরোধী আন্দোলনের অন্যতম শহীদ আবরার ফাহাদকে ইসকনের সদস্যরাই হত্যা করেছিল। এবার সেই পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করেছে।

সুতরাং এই ইসকনের কোনো অস্তিত্ব আর বাংলাদেশে থাকতে পারে না। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)কে নিষিদ্ধ করা এবং আলিফ হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

তারা আরও বলেন, বাংলাদেশে শান্তি বিনষ্ট করার জন্য ভারতের মদদে উসকানি দেওয়া হচ্ছে। আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সরকারের কাছে আমরা আহ্বান জানাই, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

আমরা সব ধর্মের প্রতি সহানুভূতিশীল, কিন্তু কোনো গোষ্ঠী যদি এ দেশের শান্তি বিনষ্ট করতে চায়, তাহলে তাদের বাংলাদেশের মাটি থেকে বিদায় করতে হবে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন