মানি লন্ডারিং মামলায় খালাস পেলেন গিয়াস আল মামুন

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪; সময়: ২:২৩ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক : মানি লন্ডারিংয়ের মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ট হিসেবে পরিচিত।

মামলার বিষয়ে মামুনের আইনজীবী সাব্বির হামজা চৌধুরী জানান, ২০১৯ সালে এই মামলার ফরমায়েশি রায়ে গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের সাজা, ১২ কোটি টাকা অর্থদণ্ড এবং ৬ কোটি ১ লাখ ৫৮ হাজার ৭৬২ টাকা বাজেয়াপ্ত করেন। ইতোমধ্যে তিনি ওই সাজাও খেটেছেন।

তবে স্বাধীন বিচারিক রায়ে ওই মামলায় তিনি আজ বেকসুর খালাস পেলেন। উচ্চ আদালত এই রায় দেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন