বেলকুচিতে দুর্যোগে সচেতনতায় মানবমুক্তির মহড়া প্রদর্শন

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪; সময়: ৬:৩৯ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : বন্যা দুর্গত যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জের বেলকুচিতে দুর্যোগে সচেতন করতে মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনিবাড়ী নৌকা ঘাটে দুর্যোগ বিষয়ক এ সচেতনতা বৃদ্ধির মহড়া প্রদর্শনের আয়োজন করে উন্নয়ন সংস্থা মানবমুক্তি।

দাতা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কৈইকা) এর আর্থায়নে এবং অক্সফাম এর সহযোগীতায়, মানব মুক্তি সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন এনহ্যান্সিং ডিজাষ্টারস রেজিলিয়েন্স ক্যাপাসিটি অফ দ্যা মুনসুন ফ্লাড এফেক্টেড পপুলেশন অফ সিরাজগঞ্জ ডিসট্রিক্ট ইন বাংলাদেশ প্রকল্প এ উদ্যোগ গ্রহন করে।

এতে বেলকুচি উপজেলা রান্ধনিবাড়ী, কোনাবাড়ী, চরকোনাবাড়ী, বাগবাউরা, মঠপাড়ার মোট ৬৫০ জন বন্যা দুর্গত এলাকার সাধারণ মানুষ মহড়ায় অংশগ্রহন করেন। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তি, স্থানীয় সরকার প্রতিনিধি, ইউনিয়ন পর্যায়ে কর্মরত সরকারী বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।

এ মহড়ায় বন্যা দুর্গত এলাকায় আক্রান্ত পরিবার সমূহকে উদ্ধার ও বন্যা আশ্রয় কেন্দ্রে নিরাপদে স্থানান্তর করা, নদীতে নৌকা ডুবে গেলে দুর্ঘটনা কবলিত মানুষকে কিভাবে উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা দেয়া ও এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন