ভোটে আ. লীগের অংশগ্রহণ নিয়ে কী ভাবছে কমিশন- প্রশ্নে সিইসি যা বলেছেন

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪; সময়: ১২:১৫ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : বিনাভোটে বা ডামি নির্বাচনের কারণে কয়েক দফা ভোট দেয়া থেকে বঞ্চিত হয়েছেন সাধারণ ভোটাররা। সামনেরবার যেকোনো মূল্যে সেগুলোর পুনরাবৃত্তি হতে দিতে চায় না নির্বাচন কমিশন (ইসি)।

এর মধ্যে গত তিনটি নির্বাচনে এই বিনাভোট বা ডামি নিবার্চনে জয়ী হওয়া আওয়ামী লীগ জুলাই গণঅভূত্থানে গণহত্যার অভিযোগ নিয়ে ক্ষমতাচূত হয়। নিবন্ধিত এ দলটিকে বাদ দেয়া, না-দেয়ার বিষয়ে কী ভাবছে ইসি? অথবা তাদের অংশগ্রহণের সম্ভাবনা কেমন দেখছেন তারা।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বললেন, আওয়ামী লীগকে আনা বা না আনার বিষয়ে একটি ফয়সালা হবে। আমাদের তরফ থেকে ওই বিষয়ে এখন প্রি-ম্যাচিউরড মন্তব্য করতে চাই না। এ নিয়ে বির্তক চলছে, তা দেখি, কোথায় গিয়ে শেষ হয়। শুনতেছি, কেউ আদালতে গেছেন এই ইস্যুতে, রায় যদি আসে, আমাদের তাই অপেক্ষা করতে হবে একটু।

আওয়ামী লীগের পতনে বড় ভূমিকা শিক্ষার্থীদের। এখন তারা নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ব্যানারে সক্রিয়। শোনা যাচ্ছে, রাজনৈতিক দল গঠনের কথা-ও। সিইসি বলছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যে কেউ দল গঠন করতে পারে। তবে কোনও দলকেই বিশেষ চোখে দেখা হবে না।

এ এম এম নাসির উদ্দীন বলেন, কারও জন্য বিশেষ সুবিধা নেই। আমি মনে করি ওইটাই তো বিশেষ সুবিধা, জনগণ যদি তাদেরকে সমর্থন দেয় এবং তাদেরকে ভোট দিতে পারলে। আগে তো মানুষ ভোটই দিতে পারেনি।

নতুন কমিশন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নয়, সুযোগ হিসেবে দেখছে। মানসিকভাবে তারা প্রস্তুতও আছেন বলেও জানান সিইসি।

তিনি আরও জানালেন, শেষ বয়সে ভালো কিছুই করতে চান। এজন্য সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর তার কমিশন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন