সিরাজগঞ্জে গণঅভুত্থানে শহীদ সুমনের পরিবারকে ইজিবাইক উপহার
প্রকাশিত:
ডিসেম্বর ৮, ২০২৪; সময়: ১২:৪৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ২৪’র গণঅভুত্থানে শহীদ সুমনের পরিবারকে কর্মসংস্থানের জন্য উপহার হিসেবে ইজিবাইক তুলে দেয়া হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষে শহীদ সুমনের বাবা গঞ্জের আলীর হাতে ইজিবাইকটি তুলে দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম।
এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ সুমনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা মহল্লার গঞ্জের আলীর ছেলে সুমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগষ্ট গুলিতে নিহত হন।