পুঠিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে নানা কর্মসূচি

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪; সময়: ১:৫৬ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” শ্লোগানে রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তলন ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তারের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম নুর হোসেন নির্ঝর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, যুব উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুস্মিতা সেন, পুঠিয়া স্কাউট দলের সাধারণ সম্পাদক মকছেদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সমাজকে দুর্নীতি দমন করতে হবে। তাই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এছাড়াও দুর্নীতির মামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে নিরুৎসাহিত করেন।

এছাড়াও দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতির কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা চত্ত্বর থেকে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা প্রশাসকের হল রুমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রেক্ষাপট এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন