বাড়লো সয়াবিন তেলের দাম

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪; সময়: ৪:২৩ pm | 
খবর > অর্থনীতি
সয়াবিন তেল

পদ্মাটাইমস ডেস্ক : বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে। লিটারপ্রতি বাড়ছে আট টাকা। ফলে ১৬৭ টাকার পরিবর্তনে সয়াবিন তেলের দাম দাঁড়িয়েছে ১৭৫ টাকা। আজ থেকেই নতুন দাম কার্যকর করা হবে।

সোমবার (৯ ডিসেম্বর) এডিবেল ওয়েল অনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন। বোতলজাত সয়াবিন তেলের পাশাপাশি খোলা তেলের দামও ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে বলে এ সময় জানানো হয়।

উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে সরবরাহ সংকট হয়েছে। এর ফলে দেশে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে।

ব্যবসায়ীরা মজুতদারি করছে, সেই তৎপরতাও লক্ষ্য করা গেছে জানিয়ে সেখ বশিরউদ্দীন বলেন, নতুন নির্ধারিত মূল্যে সয়াবিন তেল বিক্রি এবং বাজারে ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদার করা হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন