পত্নীতলায় যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩; সময়: ১২:০০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় সুমন কুমার দাস (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নজিপুর ইউনিয়নের রামজীবনপুর এলাকার একটি গভীর নলকূপের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুমন কুমার দাস উপজেলার পলিপাড়া গ্ৰামের কালিপদ দাসের ছেলে।

স্থানীয় এলাকাবাসীর ধারনা সে বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কাল সকালে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুমন কুমার দাস বৈদ্যুতিক মিটার চুরির উদ্দেশ্য হয়তো নলকূপে ঢুকে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় থানায় ইউইডি মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন